সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাটকেলঘাটার বাইগুনি গ্রামের একটি পাটক্ষেত থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৪০। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, তবে কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি।
পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যক্তিটিকে কুপিয়ে, পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।