ঝালকাঠিতে কারখানা খোলার দাবিতে সমাবেশ
ঝালকাঠি লবণ পরিবহন ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন স্থানীয় ‘নূর সল্ট কারখানা’ খুলে দেওয়ার দাবি জানিয়েছে। হঠাৎ করে ওই কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০টায় সমাবেশ করেন শ্রমিকরা।
শহরের বাসন্ডা খালের পাড়ে সংগঠনের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. বাবুলের সভাপতিত্বে এতে শ্রমিক নেতারা বক্তব্য দেন। সভায় আগামী সাত দিনের মধ্যে লবণ কারখানাটি খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।
তালাবদ্ধ নূর সল্ট কারখানায় প্রায় অর্ধশত শ্রমিক কর্মরত আছেন। লবণ কারখানার মালিক ফজলুল হক শরীফ ও সালেক শরীফের মধ্যে জমি ও কারখানা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে গত ১৮ আগস্ট সালেক শরীফের ছেলে জেলা যুবলীগের সদস্য কামাল শরীফ তাঁর লোকজন নিয়ে কারখানাটি বন্ধ করে দেন। এতে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও সমাবেশে অভিযোগ করেন বক্তারা।