ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

Looks like you've blocked notifications!

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিন্টু তেলী ও পরেশ তেলীর ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি কালিদাস রায়, অবনী কান্ত রায়, সুদীপ্ত পাহান প্রমুখ।

বক্তারা মিন্টু তেলি ও পরেশ তেলীর ওপর হামলাকারীদের আটক ও বিচারের দাবি জানায়।

গত ২৯ আগস্ট সদর উপজেলার শংকরভাগ আদিবাসীপাড়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। তবে এখনো কেউ আটক হয়নি।