নারী নির্যাতনের মামলায় আইনজীবী কারাগারে

Looks like you've blocked notifications!

স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু নাছের মো. জাহাঙ্গীর আলম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল বারী জানান, কারাগারে পাঠানো আইনজীবীর নাম মো. সাজ্জাদ হোসেন (৩৪)। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আরো জানান, মামলার বাদী মোসা. ইসমত আরাও আইনজীবী। তিনিও ঢাকা আইনজীবী সমিতির সদস্য।

আবদুল বারী জানান, ২০১৭ সালের ২২ অক্টোবর রাজধানীর সূত্রাপুর থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মামলা করেন ইসমত আরা।

মামলার পর গত বছরের ৩১ অক্টোবর আইনজীবী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠায় সিএমএম আদালত।

গত ১৩ নভেম্বর সিএমএম আদালত থেকে জামিন পান আইনজীবী সাজ্জাদ।

পরবর্তীতে এ বছরের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগত্র দাখিল করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান।

আজ ওই মামলার বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়ার দিন ধার্য থাকলে আইনজীবী সাজ্জাদ আত্মসমর্পণ করে জামিন স্থায়ী করার আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৯ আগস্ট তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় সাজ্জাদ হোসেনকে তিন লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের কিছু দিন পর আরো ২৬ লাখ টাকা যৌতুক দাবি করেন আসামি। তা দিতে অস্বীকার করায় আসামি তাঁর স্ত্রী ইসমত আরাকে মারধর করেন। এ ঘটনায় সূত্রাপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন ইসমত আরা।