নাম শুটিং ইউনিট, কাজ ‘ইয়াবার ব্যবসা’

Looks like you've blocked notifications!
কক্সবাজার শহরের কলাতলি থেকে গতকাল বুধবার এক লাখের বেশি ইয়াবাসহ ১০ জনকে আটক করে র‍্যাব। ছবি : এনটিভি

নতুন চকচকে একটি হাইয়েস মাইক্রোবাস। সামনে লেখা ‘চলচিত্র, সুটিং ইউনিট’। মাইক্রোবাসের ভেতরে বসা ‘মডেল, নৃত্যশিল্পী, অভিনেতা আর পরিচালক’সহ ১০ জন। তাঁরা কক্সবাজার এসেছেন শুটিং করার জন্য। সঙ্গে রয়েছে ক্যামেরাসহ শুটিংয়ের আনুষঙ্গিক কিছু জিনিসও।    

গতকাল সেই মাইক্রোবাসটি কক্সবাজার শহরের কলাতলির একটি চেকপোস্টে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তেলের ট্যাঙ্ক থেকে এক লাখ আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ১০ জনকে।

র‍্যাবের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে শুটিং ইউনিটের নামে কিছু লোক কক্সবাজার এসে মূলত ইয়াবার ব্যবসার কাজ করছে। এই দলটি তেমনি একটি। গতকাল বুধবার বিকেলে এদের আটক করার পর সন্ধ্যায় এ নিয়ে ব্রিফ করে র‍্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, রাজশাহী থেকে ‘সরকার প্রোডাকশন হাউস’-এর ব্যানারে একটি শুটিং ইউনিট গত ২১ মে কক্সবাজারে আসে। এর প্রধান হচ্ছেন আসলাম সরকার (৪০)। আর গাড়িটির চালক হলেন মাসুদ রানা (৩২)।

এদের ব্যাপারে আগে থেকেই তথ্য ছিল র‍্যাবের কাছে। সেই অনুযায়ী, কলাতলি চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ইয়াবা বহনের কথা স্বীকার করেন বলে জানায় র‍্যাব।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, আটকরা এর আগেও বেশ কয়েকবার এভাবে ইয়াবা দেশের বিভিন্ন স্থানে নিয়ে গেছে। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।