জুয়ায় বাধা, নাসিম হত্যার তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

Looks like you've blocked notifications!

রাজধানীর বাড্ডায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা ঘিরে জুয়ায় বাধা দেওয়ার ঘটনায় নাসিম আহমেদ এমাজউদ্দিন নামের এক ছাত্র হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালেতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ নভেম্বর রাজধানীর বাড্ডায় নিজ বাসার সামনে নাসিমের গলায় ও কোমরের তিন স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।