শতাধিক আটক, মাদক উদ্ধার

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

Looks like you've blocked notifications!
রাজধানীর অন্যতম ‘মাদক স্পট’ হিসেবে পরিচিত মোহাম্মদপুরের জেনেভো ক্যাম্পে আজ শনিবার অভিযান চালায় র‍্যাব। ছবি : এনটিভি

সারা দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান ও অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে লাগাতার মাদক ব্যবসায়ীদের নিহতের ঘটনার মধ্যে রাজধানীর অন্যতম ‘মাদক স্পট’ হিসেবে পরিচিত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)।

আজ শনিবার র‍্যাবের কয়েকটি দল দুই ঘণ্টা অভিযান চালিয়ে আটকেপড়া পাকিস্তানি বা বিহারি অধ্যুষিত এই ক্যাম্প থেকে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য।

অভিযান শুরু হয় বেলা ১১টার দিকে এবং শেষ হয় দুপুর ১টার দিকে। অভিযান শেষে র‍্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা শতাধিক ব্যক্তিকে আটক করেছি। যাচাই-বাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার কিছু আগে হঠাৎ করেই গোটা জেনেভা ক্যাম্প শত শত র‍্যাব সদস্য ঘিরে ফেলেন। ক্যাম্পে যাতায়াতেও নিয়ন্ত্রণ আনা হয়। তারপর ছোট ছোট ঘরগুলিতে র‍্যাব অভিযান চালায়। অভিযানে মাদক উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ব্যবহার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান উইং কমান্ডার মুফতি মোহাম্মদ খান সাংবাদিকদের বলেন, ‘জেনেভা ক্যাম্প বহু আগে থেকেই মাদকপল্লী হিসেবে পরিচিত। এখানে এর আগেও আমরা কয়েকবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে এসে প্রতিকূল পরিবেশের কারণে ফিরে যেতে হয়েছে। এখানে রাস্তাঘাটগুলো সরু। এলাকাটা খুবই ঘিঞ্জি। ঝুঁপড়ি ঘরগুলোতে অভিযান চালাতে বেশ বেগ পেতে হতো। এ কারণেই আজ আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে অভিযানে পরিচালনা করি। অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করা হয়েছে।’

অভিযানের ব্যাপারে জেনেভা ক্যাম্পের পাশের দোকানদার আলম হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘এখানে প্রকাশ্যেই দিনের বেলায়ও মাদক বেচাকেনা হয়। এক শ্রেণির তরুণ পলিথিনে মুড়িয়ে প্রকাশ্যে হাতে নিয়ে ইয়াবা ও হেরোইন বিক্রি করে। মাদকবিরোধী অভিযানের কারণে গত কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না।’