মাগুরায় গাড়ি উল্টে চালক-পথচারী নিহত
মাগুরায় শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের বাসিন্দা ও চালক নূর ইসলাম (২৭) এবং পার্শ্ববর্তী শৈলডুবিপাড়ার মামুন হোসেন (২৫)।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, আজ সকালে ইট ভাটার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত খড়ি বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ওই গাড়ির চালক নূর ইসলাম নিহত হন। এ ছাড়া গাড়ির নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই নিহত হন পথচারী মামুন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে বলেও জানান এসআই।