মোংলায় জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসব পালিত

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলা সরকারি কলেজের ফাদার রিগন লাইব্রেরি মিলনায়তনে আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি

বাগেরহাটের মোংলা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে মোংলা সরকারি কলেজের ফাদার রিগন লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে মোংলা সরকারি কলেজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। উৎসবে সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম দুলাল, কলতান শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ শরৎচন্দ্র এবং এনজিও কর্মকর্তা সুবাস বিশ্বাস। অনুষ্ঠানের শেষভাগে অনুষ্ঠিত হয় নজরুল স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।