জনগণকে চাপে রাখতে মাদকবিরোধী অভিযান : খসরু

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে শনিবার সন্ধ্যায় বিএনপির এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণকে সার্বক্ষণিকভাবে একটা চাপের মুখে রাখা, একটা ভয়ভীতির মধ্যে রাখা। আর কোনো উদ্দেশ্য নাই।’ তিনি অভিযোগ করে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এ কাজগুলো করছে।’

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বন্দর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় আমীর খসরু এসব বলেন। 

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই দলের (আওয়ামী লীগ) নেতা, এই দলের বিভিন্নস্তরে যারা আছেন ব্যবসায়ীসহ এবং সরকারি কর্মচারীদের একটা অংশ এর সাথে (মাদক) যুক্ত আছে। যারা আজকের মাদক ব্যবসার মূল হোতা, মূল নেতা তাদের গায়ে তারা হাত দিচ্ছে না।’

এ সময় আমীর খসরু অভিযোগ করেন, ‘এই অভিযানে যাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে এরা হচ্ছে নিচের দিকের লোক, যারা মাদক লেনদেন করছে। যাদের মাধ্যমে এই মাদক ব্যবসা বর্তমান সরকারের নেতারা পরিচালিত করছে।’ এই অভিযানে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে জানান তিনি। 

অনুষ্ঠানে সভাপত্বিত করেন বিএনপির পতেঙ্গা থানার নেতা হাজি হানিফ সওদাগর।