ঈদের সময় খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে : কাদের

Looks like you've blocked notifications!
ফেনী সার্কিট হাউজে আজ রোববার আয়োজিত সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আগের ১০ দিন এবং পরের পাঁচদিন রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বড় কাজ হলেও সে সময়ের জন্য বন্ধ রাখতে হবে, যাতে যানজটের আরেকটা উৎস বন্ধ হয়।’

আজ রোববার ফেনী সার্কিট হাউজে আয়োজিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের তিন দিন আগে থেকে ভারি পণ্যবাহী যানবাহন চলাচল মহাসড়কে বন্ধ থাকবে। তবে পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সময় সাশ্রয়, যাত্রা স্বস্তিদায়ক করতে টোল প্লাজায় টোলের সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। চালক যদি ৫০ টাকার টোল, ৬৫ টাকার টোল ১০০০ টাকা জমা দেয়, এতে এক থেকে দুই মিনিট সময় নষ্ট হয়। কাজেই সমপরিমাণ টাকাটা যদি সব চালক সঙ্গে রাখেন, তাহলে যানজট অনেক কমে যাবে। সে যার গাড়ি হোক, যত প্রভাবশালীই হোক, যত অসাধারণই হোক। এ প্রবণতা বন্ধ না হলে রাস্তা টুয়েলভ লেন করলেও কোনো লাভ নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘যানজট নিরসনে রং সাইড দিয়ে যাতায়াত বন্ধ করতে হবে। ঈদের সময় ফিটনেসবিহীন গাড়িতে রঙ চড়িয়ে নিয়ে আসে। এ গাড়িগুলো মেঘনা ব্রিজে বন্ধ হয়ে গেলে রেকার দিয়ে সরাতে সরাতে ১০০ কিলোমিটার যানজট হয়ে গেল।’ তিনি বলেন, ‘মালিকদের প্রতি অনুরোধ ফিটনেসবিহীন গাড়ি যেন ঈদের সময় রাস্তায় নামানো না হয়।’