পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

১০ জুনের মধ্যে পরিশোধ করার ‘অনুরোধ’

Looks like you've blocked notifications!
সার্বিক আইনশৃঙ্খলা পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : পিআইডি

আগামী ১০ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে পোশাক কারখানা মালিক ও তাঁদের সংগঠন বিজিএমইএর প্রতি আহবান জানিয়েছে সরকার।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ অনুরোধ জানানো হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘আগামী ৭ জুনের মধ্যে বেতন পরিশোধ করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে পোশাক কারখানা মালিক ও তাঁদের সংগঠন বিজিএমইএর প্রতি অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে আগামী ১০ জুনের মধ্যে বোনাস পরিশোধ করতে অনুরোধ জানিয়েছি।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলাবাহিনী বিশেষ নজরদারি বজায় রাখবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা বা নাশকতার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকেটের কালোবাজারি রোধে এবারও আইন শৃঙ্খলাবাহিনীকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চের ছাদে যাতে কোনোভাবেই যাত্রী পরিবহন করা না হয় সেজন্য মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলাবাহিনী বিশেষ নজর রাখবে।’