মাদারীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রীসহ আহত ২

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আলেফ সরদারের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

আজ রোববার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকার পেট্রল পাম্পের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলেফ সরদার (৩০)। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকার রহমান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলেফ সরদার ও তাঁর স্ত্রী চায়না বেগম আজ দুপুরে সদর উপজেলার ঘটকচর থেকে তালতলায় যেতে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে ওঠেন। ভ্যানটি ঘটকচরের পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানগাড়ির যাত্রী আলেফ সরদার নিহত হন। আহত হন আলেফ সরদারের স্ত্রী চায়না বেগম ও সদর উপজেলার কাউয়াকুড়ি এলাকার ভ্যানচালক ইউসুফ হোসেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনার কথা হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।