দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ছবি : এনটিভি

আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্যকেন্দ্র।

নদ-নদীর ২৩টি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ভারতে গঙ্গা নদীর পানি হ্রাস পাচ্ছে এবং বাংলাদেশের পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় গঙ্গার পানি হ্রাস পেতে পারে এবং পদ্মার পানি সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকা শহরসংলগ্ন নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বাড়ছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় পানি কমতে শুরু হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডে ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৫৩টি স্থানে পানি বৃদ্ধি ও ২৮টি স্থানে পানি হ্রাস পেয়েছে। চারটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ২৩টি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।