ভৈরবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

Looks like you've blocked notifications!
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আজ সোমবার কিশোরগঞ্জের ভৈরবে র‌্যালি বের করা হয়। ছবি : এনটিভি

‘কমাতে হলে মাতৃ মৃত্যুর হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে নানা আয়োজনে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে সূর্যের হাসি ক্লিনিক, পিএসটিসির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার দিকে শহরের ভৈরবপুর এলাকার সূর্যের হাসি ক্লিনিক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে অফিস চত্বরে ফিরে আসে।

পরে ক্লিনিক মিলনায়তনে ম্যানেজার কাজী আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. তাসনুভা পারভীন, ডা. সালমা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ প্রসব নিশ্চিত এবং মাতৃমৃত্যু হ্রাসে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানোর জন্য প্রয়োজন জনসচেতনতা, প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী মানসম্মত সেবা এবং প্রশিক্ষিত মিডওয়াইফ।