জয়পুরহাটে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

Looks like you've blocked notifications!
জয়পুরহাট সরকারি কলেজে আজ বুধবার মাদকবিরোধী সচেতনতামূলক সভা হয়। ছবি : এনটিভি

জয়পুরহাট সরকারি কলেজে আজ বুধবার মাদকবিরোধী সচেতনতামূলক সভা হয়েছে। এ সময় ‘আমরা মাদক গ্রহণ করব না, অন্যকেও মাদক গ্রহণ করতে দেব না’, আমরা মাদক ব্যবসা করব না, অন্যকেও  মাদক ব্যবসা করতে দেব না’ এ শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ দুপুরে জেলা পুলিশ ও জয়পুরহাট সরকারি কলেজের যৌথ আয়োজনে কলেজের কনফারেন্স রুমে শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মাদকবিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। 

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুন্নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) রুহুল আমীনসহ ছাত্রছাত্রী নেতারা। তাঁরা সভায় কলেজ ক্যাম্পাসকে মাদকমুক্ত ঘোষণার দাবি জানান।

অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।