স্ত্রীকে ‘বর্বর’ নির্যাতন : স্বামী গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পার্শ্ববর্তী দিরাই পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন মিয়া ভাটগাঁও গ্রামের বাসিন্দা।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘গ্রেপ্তার মহসিন মিয়াকে নিয়ে মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হবে।’
মহসিনের স্ত্রী রাহেলা খাতুন মামলায় অভিযোগ করেন, ভরণ-পোষণ চাওয়ায় তাঁকে মহসিন ও তাঁর পরিবারের লোকজন নয় ঘণ্টারও বেশি সময় ধরে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। নির্যাতনের সময় প্রচণ্ড তৃষ্ণায় পানি খেতে চাইলে তাঁর মুখে প্রস্রাব ঢেলে দেওয়া হয়। এমনকি ক্ষতস্থানে মরিচের গুঁড়ামিশ্রিত পানি ছিটিয়ে দেওয়া হয়।
পরে পুলিশ গিয়ে রাহেলা খাতুনকে উদ্ধার করে। তিনি এখন শাল্লা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ মামলার অন্য আসামিরা হলেন মহসিনের বড় ভাই কুদ্দুছ মিয়া, কুদ্দুছ মিয়ার ছেলে কয়েছ মিয়া, মহসিনের খালাতো ভাই লুৎফুর মিয়া। মহসিন স্ত্রীর অনুমতি না নিয়েই আরেকটি বিয়ে করেন বলে মামলায় অভিযোগ করা হয়।