দুদিন পর নদীতে ভেসে উঠল নিখোঁজ ছাত্রের লাশ

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে দুদিন পর নদী থেকে কলেজছাত্র সত্যব্রত দাসের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাত্রীবাহী ট্রলার থেকে পা ফসকে নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর কলেজছাত্র সত্যব্রত দাসের (২২) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে ইটনা উপজেলা সদরের বলদা গোদারাঘাট এলাকার ধনু নদীতে সত্যব্রতের লাশ ভেসে ওঠে।

নিহত সত্যব্রত দাস ইটনার ধনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের রাধাকান্ত দাসের ছেলে। তিনি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার সরকারি হাজি আলী আকবর পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের উপস্থিতিতে পরিবারের কাছে ওই ছাত্রের লাশ হস্তান্তর করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার বিকেল ৩টার দিকে ইটনা বাজার থেকে বলরামপুরের বাড়িতে ট্রলারে করে যাওয়ার পথে পা ফসকে ট্রলার থেকে নদীতে পড়ে যান সত্যব্রত। পরে স্থানীয়ভাবে দুদিন ধরে উদ্ধার তৎপরতা চালালেও তাঁর খোঁজ মেলেনি।