পরিবাগে বিদ্যুতের সাব-স্টেশনে আগুন

Looks like you've blocked notifications!
রাজধানীর পরিবাগে ডিপিডিসির সাব-স্টেশনে আজ বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করেন। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর পরিবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাব-স্টেশনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে আগুন লাগে। এই ঘটনার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতা দেখে পাশেই হাতিরপুল কাঁচাবাজারের ব্যবসায়ী ও বাসভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় হাতিরপুল কাঁচাবাজার ও পরিবাগের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই সাব-স্টেশনের চারটি ট্রান্সফরমারের মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, রাত ১০টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।