হতাশা থেকে ছাত্রলীগ নেতার আত্মহত্যা : এসপি

Looks like you've blocked notifications!

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল (৩০) নিজ বাড়িতে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ দাবি করেন। এ সময় নিহত নাজমুলের বাবা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, সদ্য বিবাহিত স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন।

এসপি বলেন, অন্য কারো গুলিতে নয়, নিজের গুলিতেই আত্মহত্যা করেছেন নাজমুল। বিষয়টি সমর্থন করেছেন নাজমুলের পরিবারও।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হতাশা থেকে নাজমুল আত্মহত্যা করেছেন। তবে কী কারণে সদ্য বিবাহিত নাজমুল হতাশ ছিলেন, তা নিশ্চিত করেননি তিনি। বিষয়টির সঠিক তথ্য দিতে পারেননি পরিবারের সদস্যরাও।

নাজমুলের মা নাজমা খাতুন বলেন, ‘গুলির শব্দে নাজমুলের ঘরে গিয়ে দেখি গুলিবিদ্ধ নাজমুল মেঝেতে পড়ে আছে। ভয়ে দ্রুত অস্ত্রটি তুলে নিয়ে পাশের বাড়িতে লুকিয়ে রাখি। তখন নাজমুলের পাশে নববধূ কাঁদছিলেন।’ পুলিশ আত্মহত্যায় ব্যবহৃত ওয়ানশুটার গান ছাড়া একটি পিস্তল উদ্ধার করেছে।

গত ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজিপাড়ায় নাজমুলের নিজ ঘরের মেঝে থেকে মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার দুদিন আগে, অর্থাৎ ২৭ মে নাজমুল উর্মি খাতুনকে বিয়ে করেন।