নাটোরে গুলিবিদ্ধ যুবলীগকর্মী রাজীবের মৃত্যু

Looks like you've blocked notifications!
নাটোরে গত ২৯ আগস্ট যুবলীগের মিছিলে হামলায় গুলিবিদ্ধ যুবলীগকর্মী রাজীবকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফাইল ছবি

নাটোরে যুবলীগের মিছিলে সশস্ত্র হামলার ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগকর্মী রাজীব চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি।

গত চার দিন ধরে রাজীব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। গত ২৯ আগস্ট নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় যুবলীগের মিছিলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে রাজীব ও নাজমুল নামের দুই যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন। 

এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় বিএনপির ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।