ধানের নতুন উফশী জাত ব্রি ধান- ৮৭

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ব্রি ধান-৮৭ নামে একটি ধানের জাত উদ্ভাবন করেছেন। ছবি : এনটিভি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ব্রি ধান-৮৭ নামে একটি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। এ ধানের হেক্টরপ্রতি গড় ফলন হবে সাড়ে ছয় টন। এটি আমন মৌসুমের আগাম জাত।

কৃষকের মাঠে ফলন পরীক্ষায় দেখা গেছে, নতুন এ জাতটি ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত ব্রি ধান ৪৯ এর চেয়ে সাতদিন আগাম এবং ফলন পূর্ববর্তী জাতের তুলনায় হেক্টরপ্রতি এক টন বেশি। এ জন্য আমন মৌসুমের আগাম জাত হিসেবে এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

বুধবার জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এ নতুন জাত দেশজুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মঈন উদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতের পূর্ণ বয়স্ক একটি গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। কাণ্ড শক্ত বলে গাছ লম্বা হলেও ঢলে পড়ে না। এর পাতা হালকা সবুজ, ডিগ পাতা খাড়া এবং ব্রি ধান ৪৯-এর চেয়ে লম্বা ও প্রশস্ত ধান পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে। এর দানা লম্বা ও চিকন। এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ দশমিক ১ গ্রাম। এ ধানে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৭ ভাগ।

এ নিয়ে ব্রি উদ্ভাবিত উফশী ধান জাতের সংখ্যা হলো ৯২টি। এর মধ্যে ছয়টি হাইব্রিড ও বাকিগুলো ইনব্রিড।