ফুলগাছ লাগানো নিয়ে আ. লীগের দুপক্ষে সংঘর্ষ
ফুলগাছ লাগানো নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের ১০টি বাড়ি ও দোকানঘর ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম জানান, সন্ধ্যায় ঘুলিয়া গ্রামে রাস্তার পাশে ফুল গাছ লাগানো নিয়ে আওয়ামী লীগ নেতা ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজান সিকদার পক্ষ ও অপর আওয়ামী লীগ নেতা পিকুল সিকদার পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত এবং ছয়টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।