সাতক্ষীরায় ট্রাকভর্তি ইলিশ জব্দ
ভারতে পাচারকালে সাতক্ষীরায় ট্রাকভর্তি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ প্রধান সড়ক দিয়ে ভোমরা সীমান্তপথে ভারতে নিয়ে যাওয়ার পথে বাঁকাল এলাকায় ইলিশগুলো জব্দ করা হয়।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, ট্রাকভর্তি ইলিশ ভারতে পাচার হয়ে যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের কাছে হাবিলদার ওমর ফারুক টহল দলের সদস্যদের নিয়ে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে শহরের ট্রাকটি তালতলায় বিজিবির ৩৮ ব্যাটালিয়নে নিয়ে তল্লাশি করে এই ইলিশ পাওয়া যায় বলে জানান ওই বিজিবি সদস্য।
জব্দ করা ইলিশের ওজন দেড় হাজার কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি।