গুলি কেনার অনুমতি পাননি ডিআইজি মিজান
ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ব্যক্তিগত পিস্তলের জন্য গুলি কেনার অনুমতি পাননি। ৪০ রাউন্ড গুলি কেনা নিয়ে তাঁর আবেদন আজ শনিবার নাকচ করে দেয় মাগুরা জেলা প্রশাসন।
মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান জানান, ৪০ রাউন্ড গুলি কেনার জন্য ডিআইজি মিজানুর রহমানের করা আবেদন গত বুধবার পর্যালোচনা করা হয়। আবেদনে ত্রুটিসহ সার্বিক বিষয় বিবেচনা করে আজ আবেদনটি নাকচ করা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের জন্য ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে মাগুরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ডিআইজি মিজানুর রহমান। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ১৯৯৮ সালে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত অবস্থায় তিনি একটি এনপিবি পিস্তলের লাইসেন্স পান। তাঁর লাইসেন্স নম্বর ০৬/মাগুরা/১৯৯৮। ওই পিস্তলের জন্য তিনি বিধি মোতাবেক ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি দিতে আবেদন করেন মাগুরা জেলা প্রশাসন বরাবর।