ছাত্রলীগ কর্মী হত্যার দায়ে একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

কুষ্টিয়ায় ছাত্রলীগ কর্মী ও কলেজছাত্র ফারুক খান পিয়াসকে (২২) হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

এ সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি টুটুল হোসেন (২৫) এবং যাবজ্জীবনপ্রাপ্ত আশরাফুল ইসলাম ওরফে কুজো (৩০) ও মোশাররফ হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী গণমাধ্যমকে জানান, ২০১৫ সালের ১০ জুলাই বিকেলে শহরের হরিশংকরপুরের মকছেদ শাহ সড়কে নিজ বাড়ির পাশে একটি স’মিলের সামনে পিয়াসকে গুলি করে হত্যা করা হয়।

পরে নিহতের বাবা আবুল কালাম আজাদ খান এ ব্যাপারে মামলা দায়ের করেন। এতে বলা হয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানান আইনজীবী।