ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে তিনজন আহত

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরিত বয়লার মেশিন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লায় বয়লার মেশিন বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মেসার্স মিয়া ব্রাদার্স শস্যভাণ্ডারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শ্রমিকরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও তাজকেরা বেগম (৪০) এবং নওগাঁর আত্রাই উপজেলার জালাল উদ্দীন (৩৪)। এঁদের মধ্যে মারাত্মক আহত রবিউল ও তাজকেরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে রাজারামপুর এলাকার মাহতাবুল ইসলাম দুলাল মিয়ার মালিকানাধীন মেসার্স মিয়া ব্রাদার্স শস্যভাণ্ডারের রাইস মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ করে বয়লার বিস্ফোরণ হয়। গভীর রাতে বিস্ফোরণের বিকট শব্দে  এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এ সময় ধান সিদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন ছয়জন শ্রমিক। এঁদের মধ্যে তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল রহমান।