নেত্রকোনায় মাদকসহ পাঁচ বিক্রেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজনসহ পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও দেশীয় মদসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে মাদক বিক্রেতাদের কাছ থেকে ১১৬ গ্রাম হেরোইন, ৫৫টি ইয়াবা বড়ি ও ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনা পৌর শহরের রাজুরবাজার এলাকার মো. মোখলেসুর রহমান (৪৫), পশ্চিম কাটলি এলাকার ওমর ফারুক (২৫), মঈনপুর এলাকার মো. এরশাদ (৩২), মালনী ঋষিপাড়া এলাকার মো. সুরুজ মিয়া (৪০) ও মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মন্টু রবি দাস (৫৫)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আবারও নতুন করে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।