সাংবাদিক হালিম আজাদের বড় বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি হালিম আজাদের বড় বোন ছবি বেগম আজ শুক্রবার ভোরে ফতুল্লার বক্তাবলী পরগনার মধ্যনগর গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
ছবি বেগম দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাইসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। হালিম আজাদের ভাইবোনদের মধ্যে তিনিই ছিলেন সবার বড়।
আজ জুমার নামাজের পর মধ্যনগর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা হয়। পরে গ্রামের কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়। জানাজায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছবি বেগমের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি খন্দকার শাহ আলম ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।