‘মাদকের আখড়া’ গুঁড়িয়ে ডে কেয়ার সেন্টার

Looks like you've blocked notifications!
মহাখালীর সাততলা বস্তি সংলগ্ন এলাকায় ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি : এনটিভি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ‘মাদকের আখড়া’ গুঁড়িয়ে সেখানে কমিউনিটি ডে কেয়ার সেন্টার স্থাপন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার দুপুরে সাততলা বস্তি সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় ওই ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেন ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আছাদুজ্জামান মিয়া এ সময় বস্তিবাসীর উদ্দেশে বলেন, ‘মহাখালীর এই বিশাল বস্তিটি এক সময় মাদক সম্রাজ্ঞী রুনা ও মিনার কব্জায় ছিল। তারা যে ঘরে বসে মাদক সেবন ও মাদকের ব্যবসা করত সে ঘরে আজ এই বস্তিবাসীর সন্তানরা পড়াশোনা করবে। এখানে মাদকের আখড়া বলে খ্যাত স্থানটি গুঁড়িয়ে দিয়ে এখানকার কর্মজীবী মানুষের সন্তানরা যাতে বিপথগামী না হয় সে জন্যই এই ডে কেয়ার সেন্টারটি আজ থেকে চালু করা হয়েছে। কর্মজীবী মা বোনেরা তাদের সন্তানদের এখানে রেখে নিশ্চিন্তে অফিস ও নিজ নিজ কাজ সম্পাদন করতে পারবে।’

ডিএমপির কমিশনার বলেন, ‘মাদক ব্যবসায়ী রুনা ও মিনা আজ এখান থেকে পালিয়েছে। তারা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। শুধু তাই নয় যারা এই ভয়াবহ মাদকের ক্যানসার ছড়িয়েছে, যারা তাদের পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই ঢাকা মহানগরীর প্রতিটি মাদকের আখড়া চিহ্নিত করে গুঁড়িয়ে দিয়ে এমন ডে কেয়ার সেন্টার তৈরি করে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জঙ্গি দমনের ন্যায় সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু করেছে। ঈমান ও পেশাদারত্বের সাথে কাজ করে ক্যানসাররূপী মাদককে সমূলে ধ্বংস করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যদি এই মাদক ব্যবসার সাথে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাদককে আমরা নির্মূল করবই। এ দেশে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের আবাসস্থল হতে দেওয়া হবে না। আমাদের নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য মাদককে নির্মূল করতেই হবে।’ তিনি বলেন, ‘আমরা বাঙালি জাতি একটি বীরের জাতি। কোন কিছুতেই পিছিয়ে থাকতে চাই না। দেশ যেহেতু উন্নয়নের দ্বারপ্রান্তে চলে আসছে সুতরাং সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছপা হবো না কোনো বাধার কাছেই।’

দেশের জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গ টেনে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ দেশ থেকে জঙ্গিবাদ বিতারিত করা হয়েছে দৃঢ় হস্তক্ষেপে তারই ধারাবাহিকতায় মাদককেও ছাড় দেওয়া হবে না।’

কমিউনিটি ডে কেয়ার সেন্টার উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বস্তিবাসীর গরীর অসহায় ও দুস্থদের মাঝে ঈদের জন্য নতুন কাপড় বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহম্মেদ, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল আহাদসহ পুলিশের অন্য কর্মকর্তারা।