জমি অধিগ্রহণে অনিয়মের প্রতিবাদে লৌহজংয়ে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের কয়েকশ পরিবার আজ বুধবার মানববন্ধন করে। ছবি : এনটিভি

পদ্মা সেতু প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণে চরম বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের কয়েকশ পরিবার।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনটি লৌহজং উপজেলার মাওয়ার পুরাতন ঘাট এলাকা থেকে শুরু হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে কালিরখিল মাঠে গিয়ে শেষ হয়।

ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে সাত ধারা নোটিশ তদন্ত করে বাতিল করতে হবে ও পুনরায় সরকারি নিয়মে তাঁদের বাড়ি ঘরের অবকাঠামো অনুযায়ী ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

এরপর মাওয়া পুলিশ ফাঁড়ির মাঠে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য দেন যশলদিয়া পুনর্বাসন কমিটির সাধারণ সম্পাদক মো. আনিস শিকদার, মেদিনীমণ্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন, মো. জুয়েল ফকির, মো. ইলিয়াছ, মো. সাইফুল, মো. জাকির হোসেন মোল্লা, মো. হামিদুল, মো. সুমন খান, মাকসুদা বেগম, শাহিনুর বেগম, সাথী বেগম প্রমুখ।

বক্তাদের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাঁদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।