ময়মনসিংহে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!

ময়মনসিংহ জেলা শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়ের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় সহকারী পরিচালক শহীদুর রহমান সকাল সাড়ে ৯টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের অধিকাংশ দোকান ও মালামাল ভস্মীভূত হয়েছে। দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে। কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন এখনো জ্বলছে।

‘মার্কেটের চারপাশে উঁচু ভবন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। এ ছাড়া আশপাশে জলাধার না থাকায় পানির সরবরাহ ব্যাহত হচ্ছে। কিছুটা দূরের ব্রহ্মপুত্র থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।’

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন সহকারী পরিচালক।

এদিকে ঘটনাস্থলে লোকসমাগম ঠেকাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ সদস্যরা কাজ করছেন।