নাটোরে নিহত যুবলীগকর্মী রাজীবকে দাফন, শোক র‍্যালি

Looks like you've blocked notifications!
নাটোর সদর হাসপাতাল চত্বরে আজ বিকেলে যুবলীগকর্মী রাজীবের জানাজা হয়। ছবি : এনটিভি

নাটোরে মিছিলে সশস্ত্র হামলায় নিহত যুবলীগকর্মী রাজীবকে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের তেবাড়িয়া কবরস্থানে দাফন করা হয়েছে। দাফন শেষে শোক র‍্যালি ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর সদর হাসপাতাল চত্বরে রাজীবের জানাজা হয়। পরে হাসপাতাল চত্বর থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শোক র‍্যালি বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রাজীব হত্যার জন্য বিএনপিকে দায়ী করে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য শিমুল।

এর আগে দুপুরে রাজীবের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নাটোরে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৯ আগস্ট শহরের তেবাড়িয়া এলাকায় যুবলীগের মিছিলে সশস্ত্র হামলায় রাজীবসহ দুই যুবলীগকর্মী গুলিবিদ্ধ হন। এর মধ্যে রাজীব চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।