ঈদ বোনাসের দাবিতে বিএডিসির শ্রমিকদের কর্মবিরতি

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার নূরনগরে বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা আজ বৃহস্পতিবার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার নূরনগরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে (এসপিসি) কর্মরত সব শ্রমিককে ঈদ বোনাস দেওয়ার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন শ্রমিক লীগ নেতা  ইউনুস খান রাজু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শ্রমিক নেতা লোকমান হোসেন, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, পারভীন খাতুন প্রমুখ।

শ্রমিক নেতারা জানান, ১২৩ জন শ্রমিক গত চার বছর ধরে দুই ঈদের বোনাস পেয়ে আসছেন। কিন্তু বর্তমান যুগ্ম পরিচালক সেলিম হায়দার মাত্র ৬৩ জনকে বোনাস দেওয়ার ঘোষণা দিলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

শ্রমিক নেতা ইউনুস খান জানান, বিগত চার বছর ধরে ১২৩ জন শ্রমিকই ঈদ বোনাস পেয়ে আসছেন। বর্তমান যুগ্ম পরিচালক এবার অর্ধেক শ্রমিককে বোনাসের বাইরে রাখার ঘোষণা দিয়েছেন। আমাদের দাবি সব নিয়মিত শ্রমিককে ঈদ বোনাস দিতে হবে। তা না হলে আন্দোলন চলবে।

যুগ্ম পরিচালক কৃষিবিদ মো. সেলিম হায়দার বলেন, বিএডিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব শ্রমিক এক বছরে ন্যূনতম ২৪০ দিন কাজ করেছেন, তাঁদেরই বোনাসের আওতায় আনা হয়েছে।

বিএডিসির এই ১২৩ জন শ্রমিক দৈনিক ভিত্তিতে ৪০০ টাকা হারে পারিশ্রমিক পান বলে জানা যায়।