ইয়াবা দিতেন পুলিশ কনস্টেবল, বিক্রি করতেন সোর্স!

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া আবদুল মোতালেব ও আবদুল আজিজ (ডানে)। ছবি : এনটিভি

ময়মনসিংহে ১২ হাজার ইয়াবাসহ পুলিশের সোর্স আবদুল মোতালেবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আজ শনিবার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর আবদুল মোতালেব দাবি করেন, পুলিশের কনস্টেবল আল আমীন তাঁকে ইয়াবা দিতেন। তিনি সেই ইয়াবা বিক্রি করতেন।

ওসি আশিকুর রহমান জানান, খবর পেয়ে গতকাল দিবাগত রাত ২টার দিকে শহরের উত্তরা বেড়িবাঁধ এলাকায় পুলিশের সোর্স মোতালেবের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে বাসা তল্লাশি করে আলাদা পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোতালেবকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ আদালতপাড়ায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আল আমীন তাঁর কাছে ইয়াবা বিক্রি করেছেন বলে মোতালেব জানিয়েছেন।

এদিকে মোতালেবের গ্রেপ্তারের খবর পেয়ে পুলিশ কনস্টেবল আল আমীন পালিয়েছেন বলেও জানান ওসি আশিকুর রহমান।

অন্যদিকে, চরপাড়া কপিক্ষেত এলাকার ‘তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী’ রিগানের বাবা আবদুল আজিজকে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা পিস্তলটি রিগানের বলেও জানান ওসি আশিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আবদুল মোতালেব ও আবদুল আজিজকে আদালতে পাঠানো হয়েছে।