মুন্সীগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, পাঁচজন গুলিবিদ্ধ

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে গোলাগুলিতে আহতরা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ঝাপটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা জিনাত মিজি ও প্রধান পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন চর ঝাপটা গ্রামের মতি মোল্লা (৩৫), মো. আশিক (১৭), আল-আমিন (২০), মোফাজ্জল মোল্লা (৩৪) ও দুলাল বেপারি (৪২)।

আহতরা গতকাল রাত ১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। মোফাজ্জল ও দুলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকালে তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন পক্ষের সদস্য এ ব্যাপারে কিছু জানাতে চায়নি পুলিশ।

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জিন্নাত মিজির নেতৃত্বে ৮০ থেকে ৯০টি ককটেল বিস্ফোরণ করা হয়। এছাড়াও ৬০ থেকে ৭০ রাউন্ড গুলি ছোড়া হয়। বিস্ফোরণের সময় গ্রামের সাধারণ মানুষ বাড়ি থেকে বের হলে তাদের ওপরও গুলি ও ককটেল ছোড়া হয় বলে তারা অভিযোগ করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সকালে তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।