আদালতে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে একজন নিহত

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় নির্মাণাধীন জেলা আদালতের ১০ তলা ভবনের মাচা ভেঙে মনির হোসেন নামের একজন মারা গেছেন ও তিনজন আহত হয়েছেন। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় জেলা আদালতের নির্মাণাধীন ১০ তলা ভবনের মাচা ভেঙে একজন নিহত ও  তিনজন গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা জজ আদালতে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। আহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৩০), জুরু মিয়া (৩২) ও জহিরুল (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে জেলা জজ আদালতের নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ চলছিল। এ সময় হঠাৎ নির্মাণ কাজের মাচা ভেঙে দুই শ্রমিক মালামালসহ নিচে চলাচলকারী দুই পথচারীর ওপর পড়ে যায়। এ সময় শ্রমিকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করে। অন্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার পর থেকে আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন বলেন, দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।