সিরাজগঞ্জে ২৪ দিনে ১৭৩ মাদক বিক্রেতা আটক

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে গত ২৪ দিনে ১৭৩ জন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ১৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ২৪ দিনে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭৩ জন মাদক বিক্রেতা আটক হয়েছেন। এদের বিরুদ্ধে ১৫৩টি নিয়মিত মামলা হয়েছে। এসব অভিযানে ১০ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৮ হাজার ২০৯টি ইয়াবা, ৪৭৭ গ্রাম হেরোইন, ৩২৯ বোতল ফেনসিডিল, ৬০ লিটার চোলাই মদ, ১৩ পিস অ্যাম্পুল, তিন কেজি গাঁজার গাছ, দুই বোতল বিয়ার ক্যান এবং একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, সবার সহযোগিতা নিয়ে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ দাউদ, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।