কক্সবাজারে পাহাড় ধস ও গাছচাপায় নিহত ২

Looks like you've blocked notifications!
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ছবি : এনটিভি

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে একজন এবং উখিয়ায় গাছ চাপা পড়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে।

মহেশখালীতে পাহাড় ধসে নিহত ব্যক্তির নাম মো. বাদশা মিয়া (৩২)। অন্যদিকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি উখিয়ার জামতলী এলাকায় গাছ চাপা পড়ে মারা যায়। পুলিশ জানিয়েছে মোহাম্মদ আলী একজন রোহিঙ্গা যুবক।

মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাদশা মিয়া টয়লেটে গেলে সেখানে পাহাড় ধসে পড়ে। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তাঁর লাশ উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে রাখা হয়েছে। টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের অন্তত তিন শতাধিক ঘর পানিতে তলিয়ে গেছে।