ঈদের জামা কিনেও ঈদ করা হলো না সাথীর

Looks like you've blocked notifications!

বাবার সঙ্গে ঈদের জামা কিনতে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৪)। পছন্দ মতো জামাও কিনে দিলেন বাবা। কিন্তু ঈদ করা হলো না ওর, পরা হলো না ঈদের জামা।

তার আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো সাথীকে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের চৌহাট্টা গ্রামে দুর্ঘটনা ঘটে।

অসতর্কতার কারণে গায়ের ওড়না চলতি ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গলার ফাঁস লেগে মারা যায় সাথী। আর চোখের সামনেই মেয়ের এই করুণ মৃত্যু দেখেন বাবা-মা।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, চৌহাট্টা গ্রামের মো. শান্ত মিয়া গতকাল তাঁর মেয়ে সাথী ও স্ত্রীকে নিয়ে কলমাকান্দায় ঈদের কেনাকাটা করতে যান। শান্ত মিয়া তাঁর মেয়েকে পছন্দমতো ঈদের নতুন জামা-কাপড় ও স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেন। রাত সাড়ে ৮টার দিকে কলমাকান্দা থেকে বাড়ি ফেরার পথে কলমাকান্দা-বড়খাপন সড়কের চৌহাট্টা বাড়ির কাছাকাছি এলে সাথীর ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে বাবা-মায়ের চোখের সামনেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।