তরুণীর ভিডিও দেখে ৪ বখাটেকে ধরল পুলিশ

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলে ইভ টিজিংয়ের দায়ে আজ বুধবার ভোরে চার বখাটেকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

টাঙ্গাইলে ইভ টিজিংয়ের দায়ে চার বখাটেকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে তৌহিদুর রহমান রাতুল, রাকিব আলম, রবিন হাসান ও কাউছার আহমেদ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গত রোববার বিকেলে শহরের ভিক্টোরিয়া রোডে ক্যাপসুল মার্কেটের সামনে কয়েকজন তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বখাটেরা। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে আপলোড করেন এক তরুণী।

পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি) পুলিশ ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই ঘটনায় দায়ী চার বখাটেকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে মেয়েদের বিরক্ত করে আসছিল।

চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।