নারায়ণগঞ্জে গাড়িচালক খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা এলাকায় নিজ বাসা থেকে আজ শুক্রবার সকালে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, প্রাথমিক সুরতহাল বিশ্লেষণ করে নিহত বাবুল মিয়ার মাথায় আঘাতের চিহ্ন ও গলায় শ্বাসরোধের নমুনা পাওয়া গেছে। এ ঘটনায় নিহত বাবুল মিয়ার স্ত্রী, ছেলে ও স্ত্রীর বড় ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে।
বাবুল মিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই বিল্লাল।