শিমুলিয়া ঘাটে অলস বসে ফেরি!

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ বৃহস্পতিবার ভোরে ফেরিগুলো গাড়ির জন্য অপেক্ষা করেছে। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় গতকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

কিন্তু আজ বৃহস্পতিবার সকালের চিত্র ছিল কিছুটা ভিন্ন। ভোর থেকেই প্রিয় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষ রাজধানী ছাড়তে শুরু করে।

তবে সেসব যাত্রী পদ্মা পাড়ি দিয়েছেন লঞ্চ অথবা স্পিডবোট করে। গতকাল সকালে গাড়ির যে চাপ ছিল, আজ সে চিত্র ছিল ‌একবারেই উল্টো। ফেরিগুলোকে অলসভাবে ঘাট এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, আজ সকাল থেকে চার শতাধিক গাড়ি পার হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিগুলোকে ঘাট এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে।