খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিএনপির নতুন ইস্যু : কাদের

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ময়নামতি এলাকায় কুমিল্লা-সিলেট সড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা আর চিকিৎসা নিয়ে দলটি এখন রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলটির কোনো উদ্বেগ নেই, তাদের যত উদ্বেগ হচ্ছে রাজনীতি নিয়ে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ময়নামতি এলাকায় কুমিল্লা-সিলেট সড়ক পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সবচেয়ে ভালো চিকিৎসা যেখানে হওয়ার সুযোগ আছে। আর জিয়াউর রহমান পরিবারের লোক, সামরিক পরিবার নিয়ে গর্ববোধ করেন। আর সম্মিলিত সামরিক হাসপাতালের ওপর আস্থার সংকট কেন? আমি জানতে চাই। এর চেয়ে ভালো চিকিৎসা আর কোথায় হবে? আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তাদের উদ্বেগ নেই। তাদের যত উদ্বেগ হচ্ছে, রাজনীতি। তারা রাজনীতির কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। জনগণ কোনো ইস্যুতে সাড়া দিচ্ছে না, এখন তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে নিয়ে নতুন করে ইস্যু খুঁজছে। এটা রাজনৈতিক বিষয়। এখানে চিকিৎসার বিষয় এখন নেই।’

গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা সবচেয়ে বেশি স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।