তেঁতুলিয়ার সীমান্তবর্তী এলাকার শিশুরা পেল নতুন জামা

Looks like you've blocked notifications!
তেঁতুলিয়ার সীমান্তবর্তী এলাকার শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করে ‘শিশুস্বর্গ। ছবি : এনটিভি

‘সীমান্তের শিশুদের সাথে আমাদের ঈদ আনন্দ’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী ছয় শতাধিক শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গে’র উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শিশুদের মাঝে এই নতুন জামা তুলে দেন।

তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস, ডেপুটি সেক্রেটারি মাসুম আহমেদ, জাহা্ঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের সহকারী পরিচালক সাদাত হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবির আকন্দ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন।

তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী চারটি স্কুলের ছয় শতাধিক শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে নতুন জামা বিতরণ করা হয়।