‘প্রবাসীদের পাঠানো টাকায় ভ্যাট নেই’

Looks like you've blocked notifications!

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘আগামী অর্থবছরের বাজেটে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়ের ওপর কোনো ভ্যাট বা মূসক আরোপ করা হয়নি।’

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন নুরুল ইসলাম বিএসসি।

মন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই প্রচার পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। প্রবাসী বাংলাদেশিদের আয়ের ওপর মূসক বা ভ্যাট আরোপ করা হয়েছে মর্মে অপপ্রচারের পরিপ্রেক্ষিতে এ রকম কোনো আলোচনাও বাজেট অধিবেশন বা অন্য কোথাও হয়নি।’

এসব গুজবে কান না দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দেশের সম্পদ। তাঁদের অর্জিত আয়ের ওপর দেশের অর্থনীতির ভিত দাঁড়িয়ে আছে। একটি সরকারবিরোধী চক্র অপপ্রচারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীকে বিভ্রান্ত করছে।’ যারা অপপ্রচার করছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।