নির্বাচন দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করুক : বিএনপি
একদিকে দেশের মানুষ দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়, অন্যদিকে সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিইট (আইআরআই) যে প্রতিবেদন প্রকাশ করেছে তা পরস্পরের সঙ্গে সংঘর্ষিক বলে মনে করছে বিএনপি।
urgentPhoto
আজ শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ দাবি করেন।
রিপন বলেন, ‘জরিপে সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছে। কারণ প্রচলিত নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নেই এবং ৫ জানুয়ারির নির্বাচনটি ত্রুটিপূর্ণ ছিল।’
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতায় এসেছে যে সরকার সে সরকারের জনপ্রিয়তা বাড়া নিয়ে প্রশ্ন তুলে রিপন বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়। তবে সরকার যদি প্রতিবেদনটি গ্রহণ করে থাকে এবং মনে করে তার জনপ্রিয়তা বেড়েছে, তাহলে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করুক।’