বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমানবাহিনীর প্রধানের শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
নবনিযুক্ত বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : এনটিভি

নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিমান বাহিনীর প্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অর্নার দেয়। এ সময় বজানো হয় বিউগল। বিমানবাহিনীর প্রধান সামরিক কায়দায় সশস্ত্র সালাম দেন। পরে তিনি পবিত্র সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিমানবাহিনীর প্রধান বঙ্গবন্ধু সমাধিসৌধে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, বিমান বাহিনী, প্রশাসন, পুলিশের পদস্থ কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন দেশের বিমানবাহিনীর মতো বিশ্বমানের যোগ্যতা অর্জনে বাংলাদেশ বিমান বাহিনীকে (বিএএফ) সক্ষম করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নতুন বিমানবাহিনী প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন।

নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যগণ সর্বোচ্চ দক্ষতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিমানবাহিনীর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দেশে বিদেশে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে নতুন বিমানবাহিনীর নেতৃত্বে বিএএফ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। নতুন বিমানবাহিনী প্রধান তাঁর দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।