যাত্রাবাড়ীতে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় স্বামীর মারধরে আসমা আক্তার শিমু (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। এরপর মুমূর্ষু অবস্থায় স্বামী আবদুল মাজেদসহ অন্যরা শিমুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ফিরোজ ইসিজি করার পরে বিকেল ৫টার দিকে শিমুকে মৃত ঘোষণা করেন।

ডা. ফিরোজ জানান, মৃত নারীর শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

আবদুল মাজেদের ভাবি সেলিনা আক্তার জানান, দনিয়ার অন্বেষা গলির একটি ভবনের পাঁচতলায় তিন ভাইয়ের পরিবারসহ তারা এক সঙ্গে থাকেন। আজ দুপুরে শিমুর হাতে গরম চায়ের কাপ ছিল। হঠাৎ স্বামীর এক ভাইয়ের শিশু ছেলের গায়ে সামান্য গরম চা পড়ে যায়। এতে শিশুটি কান্নাকাটি শুরু করে দেয়। এ নিয়ে আবদুল মাজেদ ও তাঁর স্ত্রী শিমুর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মাজেদ শিমুকে মারধর করেন। এতে শিমু অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।