বগুড়ায় দুস্থদের পাশে বিএনপি নেতা মোশারফ
বগুড়ার কাহালু ও নন্দিগ্রাম উপজেলার তিন হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা মোশারফ হোসেন।
আজ শুক্রবার বাদ জুমা কাহালু উপজেলার বিভিন্ন স্থানে দুই হাজার গরিব ও দুস্থ ব্যক্তির মধ্যে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মমিন, যুবদলের আহ্বায়ক মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে নন্দিগ্রাম উপজেলায় এক হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন তারা। এ সময় মোশারফ হোসেন সমাজের সব বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে থেকে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান তিনি।